বিদেশি কর্মী নিয়োগ বন্ধ করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে মার্কিনদের বিকল্প হিসেবে বিদেশি কর্মী নিয়োগে আর অনুমোদন দেবেন না তিনি।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার ডিজনি ওয়ার্ল্ড ও অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে এ সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। প্রতিষ্ঠানগুলো এর আগে এইচ-ওয়ানবি ভিসার আওতায় ভারতসহ বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দেয়।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রত্যেক মার্কিন নাগরিকের জীবন রক্ষায় আমরা কাজ করে যাব। নির্বাচনী প্রচারের সময় আমি এমন অনেকের সঙ্গেই সময় কাটিয়েছি, যাদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং প্রশিক্ষণ দিতে বাধ্য করা হয়েছিল। তাদের বিকল্প হিসেবে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা আর এটা হতে দেব না।’
ট্রাম্প বলেন, ‘আপনারা কি বিশ্বাস করতে পারেন? আপনাদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে। তার পর আপনাদের বিকল্প হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের প্রশিক্ষণ না দেওয়া পর্যন্ত আপনাদের বেতন আটকে রাখা হবে। আমার কাছে এটা আসলেই আবমাননাকর, এমনকি তার থেকেও বেশি কিছু।’
যুক্তরাষ্ট্রের ডিজনি ওয়ার্ল্ড ও আরো দুটি আউটসোর্সিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানগুলোর দুজন সাবেক প্রযুক্তিকর্মী। এটাকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে ওই দুই প্রযুক্তিকর্মী অভিযোগ করেন, এইচ-ওয়ানবি ভিসার আওতায় প্রতিষ্ঠানগুলো মার্কিন নাগরিকদের বদলে স্বল্প বেতনে বিদেশি কর্মী নিয়োগ দিয়েছে, যাদের বেশির ভাগই ভারতীয়।