ট্রাম্প যাকে ন্যাড়া করেছিলেন, তাঁরই স্ত্রী প্রশাসনে!

ভিন্স ম্যাকম্যাহনের কথা মনে পড়ে? ২০০৭ সালে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) একটি ম্যাচে তাঁর দলের সঙ্গে লড়াই করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের দল। ম্যাচে হেরে যায় ম্যাকম্যাহনের দল। সেই সুযোগে ম্যাকম্যাহনকে ট্রাম্প ও তাঁর দুই সহযোগী মিলে ন্যাড়া করে দেন।
অবাক করার মতো বিষয় হলো, সেই ম্যাকম্যাহনের স্ত্রী লিন্ডা ম্যাকম্যাহনই এবার যোগ দিতে যাচ্ছেন ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনে। লিন্ডা যুক্তরাষ্ট্রের স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (ক্ষুদ্র ব্যবসা প্রশাসন) প্রধান হিসেবে কাজ করবেন।
স্থানীয় সময় বুধবার এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ডব্লিউডব্লিউইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন লিন্ডা।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘লিন্ডার একটি অসাধারণ অতীত রয়েছে এবং দেশের একজন শীর্ষস্থানীয় নারী ব্যবসায়িক উপদেষ্টা হিসেবে বিশ্বব্যাপী তাঁর খ্যাতি আছে। তিনি ১৩ জনকে নিয়ে শুরু করা কর্মকাণ্ডকে ৮০০ জনের বিশ্বব্যাপী একটি পাবলিক প্রতিষ্ঠানে পরিণত করতে সাহায্য করেছেন।’
‘ক্ষুদ্র ব্যবসায়ের জগতে লিন্ডা একজন আকর্ষণীয় নেতা ও বিজয়ী। তিনি যুক্তরাষ্ট্রের উদ্যোগগুলোকে পুরো দেশে ছড়িয়ে দেবেন।’
প্রাথমিকভাবে ট্রাম্প প্রশাসনে লিন্ডার নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু চূড়ান্ত নিয়োগের আগে সিনেটরদের অনুমোদন দরকার হবে তাঁর।