মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০০ জন আটক

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কোয়ান্তান এলাকার জালান পাসারে অভিযান চালিয়ে কমপক্ষে ১০০ জন অভিবাসীকে আটক করা হয়েছে।
স্থানীয় সময় গত শনিবার ভোর ৫টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাহাং ইমিগ্রেশন টিম ‘ওপিএস সাপু’ এই অভিযান চালায়।
পাহাং রাজ্য ইমিগ্রেশন অপারেশন বিভাগের মুখপাত্র মোহাম্মদ নুরজামান আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ৪৫ জন ইমিগ্রেশন পুলিশের সহায়তায় চালানো অভিযানে ৬০ বছর বয়সী পিএইচডি ডিগ্রিধারী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দুজন শিক্ষার্থীকে আটক করা হয়। এই তিনজনের কাছে বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাহাং ইমিগ্রেশন বিভাগে বৈধ ভ্রমণ নথি উপস্থাপন করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তিনি পরামর্শ দেন, ভবিষ্যতে ভ্রমণে বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে বৈধ ভ্রমণ নথি সঙ্গে নিয়ে বের হতে।
এদিকে, আটক বাকি ৯৭ জনের মধ্যে বাংলাদেশি রয়েছে ২৮ জন, নেপালের ২৩ জন, চীনের দুজন, ইন্দোনেশিয়ার নয়জন, ভারতের চারজন, মিয়ানমারের ২৭ জন ও পাকিস্তানি চারজন নাগরিক। আটক হওয়া অভিবাসীদের বয়স ২০ থেকে ৬০ বছর।
নুরজামান আরো বলেন, এসব অভিবাসীর কাছে মালয়েশিয়ায় অবস্থানের কোনো বৈধ কাগজপত্র ছিল না। তাঁরা সবাই নির্ধারিত সময়ের পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।