ট্রাম্পের জয়ে ফেসবুক দায়ী নয় : জাকারবার্গ

ফেসবুকের কারণে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তিবিষয়ক সম্মেলন ‘টেকনোমি কনফারেন্সে’ জাকারবার্গ এ দাবি করেন।
জাকারবার্গের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিথ্যা কিছু সংবাদের কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে খারাপ প্রভাব পড়েছিল এমন অভিযোগ ঠিক নয়।
টেলিগ্রাফের এক খবরে বলা হয়, ফেসবুকে কিছু ভুয়া আইডির কারণে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব পড়েছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল। যা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত ছড়িয়েছিল। এতে করে ট্রাম্পের জয় হয়েছিল বলেও অভিযোগ ছিল।
তবে জাকারবার্গ ওই সম্মেলনে বলেন, ‘বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ভোটাররা তাঁদের সিদ্ধান্ত নিয়েছেন। আমার ধারণা, এটা দাবি করার মধ্যে অত্যন্ত ভুল হচ্ছে যে, কেউ একজন ভুল সংবাদ দেখে ভোট দিয়েছেন।’