হিলারির কলেজে কান্নার রোল

বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজারো নারী এসেছিলেন ওয়েলসলি কলেজে। রাতভর তাঁরা জেগে অপেক্ষা করেছেন হিলারি ক্লিনটনের জয়ের জন্য। ভেবেছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে হিলারির জয়ের সাক্ষী হবেন, একসঙ্গে উদযাপন করবেন।
এই ওয়েলসলি কলেজেই লেখাপড়া করেছেন হিলারি ক্লিনটন। এখানে শুধু নারীরাই ভর্তি হতে পারেন। সেই কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাই হিলারির জয় উদযাপন করতে জড়ো হয়েছিলেন কলেজটিতে। কিন্তু তার কিছুই হয়নি।
সিএনএন জানিয়েছে, যেখানে কিছুক্ষণ আগেই ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে স্লোগান দেওয়া হচ্ছিল, সেখানে পড়েছে কান্নার রোল। হিলারির পরাজয়ের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন ওয়েলসলি কলেজে অপেক্ষমাণ শিক্ষার্থীরা।
এ সময় বহু নারীর পরনে ছিল হিলারি ক্লিনটনের ট্রেডমার্ক পোশাক, সাদা প্যান্ট-স্যুট অথবা টি-শার্ট। কারো কারো শরীরে সাঁটানো ছিল হিলারির ছবিসম্বলিত ব্যাজ। এক নারী তো তাঁর চার বছরের মেয়েকে হিলারির মতো সাজিয়ে এনেছিলেন।
একে একে যখন হিলারির পরাজয়ের খবর আসছিল, তখন একে অন্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছিলেন এসব নারী। সেই সঙ্গে নিজেদের হতাশার কথাও বলছিলেন তাঁরা। একজন বর্ণবাদী এবং ঘৃণা ছড়ানো ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ক্ষোভও প্রকাশ করেন তাঁরা।
তবে হিলারি ক্লিনটন হারুন আর জিতুন, তাঁর পথচলায় অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্রের আরো বহু নারী রাজনীতিতে যুক্ত হবেন- এটাই সবার প্রত্যাশা।