স্ত্রীর ভোট নিয়েও সন্দিহান ট্রাম্প !

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ভোট দেয়ার সময়ের একটি ছবি নিয়ে তুমুল আলোচনা, সমালোচনা এবং হাস্যরস তৈরি হয়েছে। সিএনএনের প্রকাশ করা ছবিটিতে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প আর মেলানিয়া ট্রাম্প একই সময় পাশাপাশি বুথে দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন। আর এই ভোটদানের সময়ে মেলানিয়ার বুথের ভেতরে উঁকি মারছেন ট্রাম্প।
সিএনএনের প্রকাশিত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অনেকেই বলছেন, স্ত্রীর ভোট পাওয়া নিয়েও সন্দিহান ট্রাম্প। আর তাই দেখে নিশ্চিত হচ্ছিলেন তাঁকেই ভোটটি দিয়েছেন তো মেলেনিয়া।
ট্রাম্পের ছবিটি শেয়ার করে ব্লগস অব ওয়্যারের টুইট ছিল এমন, যখন আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস (!) করেন, ‘কিন্তু আপনাকে ভোট দিচ্ছে কি না সে ব্যাপারে আস্থা রাখতে পারেন না।’ মাস্টার অব নান ছবিটি শেয়ার করে লিখেন, ‘মেলানিয়া কি ভোটটি দেবে ! (অনেক প্রশ্ন)’ দ্য ব্ল্যাক শিপ ইউজিএ লিখেন, ‘ যখন আপনি এই ভেবে ভীত যে মেলানিয়া না আবারও মিশেলের (ওবামা) কপি করে!’
শুধু ট্রাম্পই নয়, একই চিত্র দেখা গেছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর ছেলে এরিকের বেলাতেও। ম্যানহাটানের কেন্দ্রে স্ত্রীকে নিয়ে ভোট দেয়ার সময় এরিকও একইভাবে স্ত্রীর বুথে উঁকি দেন। আর এটা নিয়ে হাস্যরস কম হয়নি! অনেকেই টুইট করেছেন, ‘যেমন বাপ, তেমনি ছেলে।’
নিউইয়র্কের ম্যানহাটানে স্থানীয় সময় মঙ্গলবার সকালে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভোট দিতে যান ট্রাম্প। সকাল ১০টা ৫৮ মিনিটে নিউইয়র্ক সিটির ওই কেন্দ্রে ভোট দেন তিনি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ট্রাম্পের রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্সকে সকালের দিকেই দেখা গেছে ভোটকেন্দ্রের দিকে যাচ্ছেন।
এদিকে ভোটগ্রহণের দিন সকালে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমি মানুষের চোখে অনেক আশা, অনেক স্বপ্ন দেখেছি। যা পূরণ হয়নি। নেতৃত্ব এবং যথাযথ নেতৃত্বের মাধ্যমে তা পূরণ হতে পারত।’