নির্বাচনী আচরণ ভঙ্গ করলেন ট্রাম্পের ছেলে!

বাবা রিপাবলিকান দলের হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী। তাই হয়তো আবেগ সংবরণ করতে পারেননি ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। ভোট দিতে গিয়ে মোবাইলে নিজের হাতে ধরে রাখা ব্যালট পেপারের ছবি তুলে তা পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে।
ছবিসহ ওই টুইটে এরিক লেখেন, ‘আমার বাবাকে ভোট দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তিনি দেশের (যুক্তরাষ্ট্র) জন্য একটি মহান কাজ করেছেন!’
যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধি অনুযায়ী নিজের ব্যালট পেপারের কপি বা ছবি প্রকাশ অপরাধের শামিল। তাই টুইটারে ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যে এরিকের অনেক শুভাকাঙ্ক্ষী তাঁকে কথাটি স্মরণ করিয়ে দেন। অনেকে আবার সমালোচনাও করেন।
সেই সমালোচনা অথবা আইনভঙ্গের কথা জেনেই হোক, দ্রুতই টুইটার থেকে ব্যালট পেপারের ছবি মুছে ফেলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ব্যালট হাতে ছবি তুলে টুইট করায় নিউইয়র্কের নির্বাচন বোর্ডে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ডেমোক্রেটিক দল।
এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন বোর্ডের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ব্যালটের ছবি তুলে পোস্ট করার অপরাধে সর্বোচ্চ এক হাজার ডলার জরিমানা ও এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে ডেমোক্রেটদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এরিকের কী শাস্তি হতে পারে, তা জানাননি ওই কর্মকর্তা।