গুগল সার্চে এগিয়ে ট্রাম্প

বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে রয়েছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইন্টারনেট দুনিয়ায় এগিয়ে রয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে গুগল সার্চ ইঞ্জিনে হিলারির চেয়ে তাঁকেই বেশি খোঁজা হয়েছে।
গুগলের প্রকাশিত তথ্যে দেখা গেছে, নির্বাচনের আগের দিন গতকাল সোমবার পর্যন্ত নির্বাচনী লড়াই ক্ষেত্র ফ্লোরিডা ও মিশিগানসহ ৩৪টি অঙ্গরাজ্যে ট্রাম্প এগিয়ে রয়েছেন।
ফক্স নিউজ জানিয়েছে, গুগলের তথ্যে আরো দেখা গেছে, অভিবাসন হচ্ছে ট্রাম্প সম্পর্কিত প্রধান অনুসন্ধানের বিষয়। এরপর রয়েছে গর্ভপাত এবং প্রতিযোগিতার ইস্যু।
সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ এবং জেআরএম ডটকমের প্রেসিডেন্ট জ্যাসন মল্লিকা বলেন, ‘যদি আপনি এই তথ্য গভীরভাবে দেখেন, তাহলে দেখতে পাবেন অভিবাসন, প্রতিযোগিতা, গর্ভপাত, আইএস এবং অর্থনীতি- ট্রাম্প সম্পর্কিত এই পাঁচ বিষয় দিয়ে সার্চ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ট্রাম্প লিখে সার্চ দেওয়ার পর জনগণ এখনো আরো বেশি জানতে চান। এর মানে হলো সম্ভাব্য ভোটাররা পড়তে চান তিনি গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কী বলেছেন?
যাই হোক গুগলের এই সার্চ তথ্যকে ট্রাম্পের পক্ষে ভোট হিসেবে দেখা উচিত নয় বলে মল্লিকা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এর মানে এই যে, জনগণ ভোটের আগ মুহূর্ত পর্যন্ত তথ্য জেনেছেন এবং সংগ্রহ করেছেন।’