মালয়েশিয়ায় অপহৃত চার বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ায় অপহরণের শিকার চার বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার জেলেবুর সিম্পাং পেরতাং এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। গত সোমবার থেকে তাঁদের সেখানে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস অনলাইনের খবরে বলা হয়, অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী কমিশনার নুরজ্জামান মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, বেশি বেতনের প্রলোভন দেখিয়ে প্রথমে ২১ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে কাজে নিয়োগ দেন। কাজে যোগদান দেওয়ার পর ওই বাংলাদেশি কিছু না বোঝার আগে তাঁর অন্য তিন বন্ধুকেও এই কাজের জন্য আমন্ত্রণ করে। তাঁরা চারজন যখন জড়ো হয় তখনই তাদের একটি ঘরে নিয়ে জিম্মি করে রাখে এবং তাদের পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণ পাঠানোর জন্য হুমকি দিতে থাকে।
পরিবার অপহরণকারীদের ব্যাংক অ্যাকাউন্টে চার হাজার রিঙ্গিত পাঠালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এরই মধ্যে জিম্মি থাকা এক ব্যক্তির বড় ভাই কাজ করতেন দেশটির পেরাক রাজ্যে। তিনি সেখানে একটি থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তদন্তে নামে।
এর সূত্র ধরেই সহকারী কমিশনার নুরুজ্জামান ওই চার বাংলাদেশিকে উদ্ধার করতে একটি তদন্ত কমিটির গঠন করে এবং তাদের ট্র্যাক করে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দণ্ডবিধির ৩৪৭ ধারা অনুযায়ী গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।