ট্রাম্পের অজ্ঞতা অত্যন্ত গভীর : বাইডেন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তিনি খারাপ মানুষ নন, কিন্তু তাঁর অজ্ঞতা খুব গভীর, খুবই গভীর।’
আজ মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জো বাইডেন এসব কথা বলেন।
সিএনএনের ক্রিস কুমোকে ‘নতুন দিন’ নিয়ে বলতে গিয়ে জো বাইডেন বলেন, ‘রিপাবলিকান মনোনীত এই প্রার্থীর যুক্তরাষ্ট্রের মানুষ সম্পর্কে সংবেদনশীলতার অভাব রয়েছে। আমি বাজি ধরে বলতে পারি, নিজের গলফ মাঠের ১৮টি গর্তে ব্যাগ বহন করে নেওয়ার শক্তি তাঁর নেই। আপনি কি কল্পনা করতে পারেন, একজন প্রেসিডেন্ট ভোর সাড়ে ৩টায় উঠছেন এবং টুইটারে বিদ্বেষ ছড়াচ্ছেন।’
গত শুক্রবার মধ্যরাতে ট্রাম্পের টুইট করার কথা উল্লেখ করে বাইডেন। ট্রাম্প স্থানীয় সময় রাত ৩টায় সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমের নিন্দা করেন। এর দুই ঘণ্টা পর তিনি আবার তাঁর টুইটার খোলেন এবং দ্রুত সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাশাদোর করা অভিযোগ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। ট্রাম্পের বিরুদ্ধে অ্যালিসিয়ার সম্মানহানির অভিযোগ তাঁর নির্বাচনী প্রচারণাকে অনেকটা বাধাগ্রস্ত করছে।
সিএনএনকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে বাইডেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রশংসা করে বলেন, ‘হোয়াইট হাউসে বসতে তিনি কঠোর পরিশ্রম করছেন।’ এ সময় তিনি সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা এবং দীর্ঘদিন ধরে আয়কর পরিশোধ না করার জন্য তিনি ট্রাম্পের আরো সমালোচনা করেন।