ট্রাম্প কেন নাক সিটকান?

অনুমিতভাবেই হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঘামঝরানো মুখোমুখি লড়াই হয়েছে। অর্থনীতি, কর আইন, পররাষ্ট্রনীতি নিয়ে ভিন্ন ভিন্ন মত তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী।
বিতর্কের শুরুতে সঞ্চালক-সাংবাদিক লেস্টার হল্ট জানিয়ে দেন কোটি কোটি দর্শক এ অনুষ্ঠান দেখছেন। অনুষ্ঠান চলার মধ্যেই দেখা যায়, এটা সবচেয়ে বেশি টুইট করা বিতর্ক হিসেবে সামনে চলে এসেছে।
কারো কারো মধ্য দিয়ে দ্রুতই কিছু হ্যাশ ট্যাগ জনপ্রিয় হয়ে ওঠে। এগুলোর মধ্যে আছে : #sniffles and #trumpsniff
কেউ কেউ দাবি করেন, বিতর্কের মধ্যে ট্রাম্প নাক সিটকান, কারণ তিনি নিউমোনিয়া আক্রান্ত। বিষয়টি আদতে কয়েক সপ্তাহে হিলারির অসুস্থতার দিকে ইঙ্গিত করে।
অনেকে টুইটে বলেন, ট্রাম্পের হয়তো অ্যালার্জি হয়েছে। চলতি মাসের শুরুতে একটি টেলিভিশনে ট্রাম্প বলেছিলেন আগে তাঁর জ্বর হতো, বুড়ো হওয়ার পর তাঁর আর জ্বর হয় না। একটি সূত্র জানিয়েছে, বিতর্কের আগে ট্রাম্প নাক পরিষ্কার করেছেন। আরেকজন বলেছেন, উপশম পেতে তাঁর অন্তত একবার নাক পরিষ্কার করা উচিত।
শারীরিক ও মানসিক সামর্থ্য নিয়েও প্রশ্ন ওঠে তির্কে। এতে হিলারি ক্লিনটনের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না, হিলারির শক্তি আছে। এই দেশের প্রেসিডেন্ট হতে গেলে আপনার শক্তি দরকার।’