ট্রাম্পের মন্তব্য ব্যবহার করবে সন্ত্রাসীরা : হিলারি

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন অভিযোগ করেছেন, গত সোমবার ডোনাল্ড ট্রাম্প মুসলিমবিরোধী যে বক্তব্য দিয়েছেন তা ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি সংগঠনগুলোকে নতুন যোদ্ধা নিয়োগে সহায়তা করবে।
স্থানীয় সময় আজ মঙ্গলবার প্রচার বিমানের বাইরে একটি ঝটিকা সংবাদ সম্মেলনে হিলারি এ কথা বলেন।
হিলারির এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেনরিপাবলিকান প্রার্থী ট্রাম্প। তিনি বলেছেন, তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী এবং ওবামা প্রশাসন এই জঙ্গি সংগঠনের উত্থান ঠেকাতে যথেষ্ট কাজ করেনি।
ফ্লোরিডায় এক সমাবেশে হিলারির পররাষ্ট্রমন্ত্রী থাকার সময়ের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমার ওপর আক্রমণের মানে হচ্ছে আমাদের ওপর এবং বিশ্বের ওপর শয়তান লেলিয়ে দেওয়ার রেকর্ড থেকে তাঁর সরে যাওয়া।’ তিনি জোর দিয়ে বলেন, ‘এই সপ্তাহান্তে বোমা হামলায় গ্রেপ্তার আফগান অভিবাসীর কাছ থেকে তথ্য পেতে যুক্তরাষ্ট্রের আইনগত পদ্ধতি ব্যবহার করা উচিত।’
ওই সমাবেশে ট্রাম্পের কয়েকজন সমর্থক চিৎকার করে বলেন, ‘তাঁকে ঝুলিয়ে হত্যা করো!’ এ সময় নিউইয়র্কে হামলায় আটক সন্দেহভাজন আফগানিস্তান বংশোদ্ভূত মার্কিন নাগরিক আহমদ খান রুহামিকে (২৮) উন্নত চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা এই ধরনের মানুষদের অবশ্যই কঠোর শাস্তি দেব। তারা আমাদের শত্রু, তারা যোদ্ধা এবং এ ব্যাপারে আমরা কঠোর হবে। আমাদের শক্তিশালী হতে হবে।’
এই সপ্তাহে নিউইয়র্ক ও নিউ জার্সিতে বোমা হামলা এবং মিনেসোটা মলে ছুরিকাঘাতের ঘটনার তদন্তের ওপর ভিত্তি করে উভয় প্রতিদ্বন্দ্বীই বিতর্কে জড়িয়ে গেছেন। তাঁরা উভয়েই নিজেদের দেশের অভ্যন্তরে ও বাইরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ্যতর প্রমাণ করতে চাইছেন।
সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তার প্রশংসা করে হিলারি বলেন, ট্রাম্প এসব ঘটনাকে নিজের প্রতি সমর্থন বাড়ানোর জন্য ব্যবহার করছেন।
হিলারি বলেন, ‘এই নির্বাচনে আমি একমাত্র প্রার্থী যে সন্ত্রাসীদের যুদ্ধক্ষেত্র থেকে বিতাড়িত করতে কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি কীভাবে তা করতে হবে।’
স্থানীয় সময় গত শনিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি বিপণিবিতানে (শপিংমল) হামলাকারীর ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। ওইদিন রাতে নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকায় বিস্ফোরণে ২৯ জন আহত হন। স্থানীয় সময় গতকাল সোমবার পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকায় বোমা হামলার প্রধান সন্দেহভাজন আহমদ খান রুহামিকে আটক করা হয়।