পাকিস্তানের ব্রিফিংয়ে, ‘এই ভারতীয়কে বের করে দাও’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাকিস্তানের পররাষ্ট্রসচিবের ব্রিফিং থেকে ভারতীয় এক সাংবাদিককে বের দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় সোমবার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল।
রুজভেল্ট হোটেলের একটি ব্রিফ করার কথা ছিল পাকিস্তানের পররাষ্ট্রসচিব এইজাজ আহমাদ চৌধুরীর। এ সময় এনডিটিভির সাংবাদিক নম্রতা ব্রারের উদ্দেশে বলা হয়, ‘ইস ইন্ডিয়ান কো নিকালো (এই ভারতীয়কে বের করে দাও)।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা সেখানে জড়ো হয়েছেন।
এনডিটিভি জানায়, কোনো ভারতীয়কেই ওই ব্রিফিংয়ে ঢুকতে দেওয়া হয়নি। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
গত রোববার জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সন্ত্রাসীরা উরি এলাকায় ভারতীয় সেনাঘাঁটিতে হামলা চালায়। এতে ১৮ জন সেনা নিহত হন।
নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে চলছেন। সাংবাদিকরা তাকে উরি হামলা নিয়ে প্রশ্ন করতে চেয়েছিলেন।