ম্যানহাটন হামলা নিয়ে ট্রাম্প-হিলারি বিতর্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বোমা হামলার পর জাতীয় নিরাপত্তাব্যবস্থা দুর্বল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এমন হামলার জন্য ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছেন।
স্থানীয় সময় শনিবার রাত ৯টায় নিউইয়র্ক শহরের ম্যানহাটনের চেলসি নামক স্থানে বিস্ফোরণ ঘটে। এতে ২৯ জন আহত হন।
সোমবার পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর বোমা হামলার প্রধান সন্দেহভাজন আহমাদ খান রাহামিকে (২৮) আটক করা হয়। নিউজার্সি থেকে আহত অবস্থায় আটকের পর রাহামির বিরুদ্ধে কয়েকটি অভিযোগ করা হয়েছে।
ওই ঘটনার রেশ না কাটতেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে এক বক্তৃতায় রাহামিকে চিকিৎসা ও আইনি সহায়তার সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা দুর্বল।
অন্যদিকে নিউইয়র্ক শহরের বাইরে এক সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যে ভাষা ব্যবহার করছেন, তা আমাদের শত্রুদেরই সুবিধা করে দিচ্ছে।’
হিলারি ক্লিনটন আরো বলেন, যুদ্ধক্ষেত্র থেকে সন্ত্রাসীদের দূর করতে কঠিন সিদ্ধান্তে অংশ নেওয়ার জন্য তিনিই একমাত্র অভিজ্ঞ প্রার্থী।
তবে হিলারির বক্তব্যের প্রতিবাদে ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, হিলারি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে আরো হামলা হবে এবং নিরপরাধ মার্কিনিদের মৃত্যু ও আহত হওয়ার আরো ঘটনা ঘটবে।