ম্যানহাটন বিস্ফোরণে কোনো বাংলাদেশি হতাহত হননি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকায় ঘটা বিস্ফোরণে কোনো বাংলাদেশি হতাহত হননি। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আজ রোববার এ কথা জানিয়েছেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক কনসাল জেনারেল শামীম আহসান।
স্থানীয় সময় গতকাল শনিবার রাত ৯টার দিকে ম্যানহাটনের চেলসি এলাকায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২৯ জন নিহত হন। অসমর্থিত সূত্রে জানা গেছে, একটি ডাস্টবিনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে যায়।
ম্যানহাটনের অন্যতম জনপ্রিয় স্থান চেলসি। সপ্তাহিক ছুটির দিন থাকায় শনিবার সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। নিউইয়র্কের মেয়র বিল দো ব্লাসিও দাবি করেন, ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নিউইয়র্কে বিস্ফোরণের পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে এ ঘটনায় কোনো বাংলাদেশের নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং নিরাপত্তা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি বিস্ফোরণের স্থান পরীক্ষা করে দেখছে।