কখনোই আশা ছাড়ছি না, বললেন হিলারি

নিউমোনিয়ায় অসুস্থতার কারণে তিন দিন বিশ্রামের পর প্রচারে নেমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি বলেছেন, কখনোই আশা ছাড়ছেন না তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গ্রিনসবোরো শহরে এক প্রচারণার ভাষণে হিলারি ক্লিনটন এ কথা বলেন।
হিলারি ক্লিনটন বলেন, কিছুদিন বিশ্রাম তাঁর কাছে ছিল উপহার, যা আবার প্রচারের কাজে নিয়ে গেছে তাঁকে।
গতকাল বৃহস্পতিবার ডেমোক্রেটিক প্রচারে জড়ো হওয়া মানুষের উদ্দেশে হিলারি ক্লিনটন বলেন, নির্বাচনের মাত্র দুই মাস বাকি। এ সময় বাসায় বসে থাকার পক্ষপাতী নন তিনি।
হিলারি ক্লিনটন আরো বলেন, মানুষ তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তবে কেউ কখনোই তাঁকে হাল ছেড়ে দেওয়ার পাত্র বলেননি। যত কঠিনই হোক, তিনি কখনোই ছাড় দেওয়ার পাত্র নন।
নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি মাত্র ৫৪ দিন। এরই মধ্যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী হিলারির মধ্যে প্রচারের জোর লড়াই চলছে।
যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে গত রোববার নিউইয়র্ক শহরের ম্যানহাটনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন হিলারি ক্লিনটন। দেড় ঘণ্টা সেখানে অবস্থানের পর অসুস্থ হয়ে পড়েন হিলারি। পরে চিকিৎসক সূত্রে জানা যায়, এর আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন হিলারি। অসুস্থ শরীরেই ম্যানহাটনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়া হিলারিকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
ম্যানহাটনের ওই ঘটনার পর কয়েক দিন বিশ্রাম নেন হিলারি ক্লিনটন। তিন দিন পর গতকালই প্রথম গ্রিনসবোর প্রচারে অংশ নিলেন তিনি।
এরই মধ্যে চিকিৎসক ঘোষণা করেছেন, ৬৮ বছর বয়স্ক হিলারি ক্লিনটন শারীরিকভাবে সুস্থ ও সবল।
গতকাল ডোনাল্ড ট্রাম্প তাঁর চিকিৎসকের একটি চিঠি প্রকাশ করেছেন, যেখানে বলা হয়েছে, তাঁর স্বাস্থ্য অসাধারণ ভালো। অবশ্য এর আগে একই চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে স্বাস্থ্যবান প্রেসিডেন্ট।