হিলারি ক্লিনটন নিউমোনিয়ায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। হিলারির চিকিৎসক লিসা বারড্যাক এ তথ্য জানিয়েছেন।
বিবিসি জানায়, গত শুক্রবার হিলারি ক্লিনটনের নিউমোনিয়া ধরা পড়ে এবং তাঁকে অ্যান্টিবায়োটি দেন চিকিৎসক। এ অবস্থায়ই ৯/১১ উপলক্ষে নিউইয়র্ক শহরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন হিলারি। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
লিসা বারড্যাক বিবিসিকে বলেন, ৯/১১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন হিলারি। তবে দ্রুতই পানিশূন্যতা কাটিয়ে উঠেছেন তিনি।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলারিকে ৯/১১-এর অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, রাস্তায় একটি পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন হিলারি। পরে কয়েকজন সহকারী ও নিরাপত্তারক্ষীর সহায়তায় তিনি গাড়িতে ওঠেন। এ সময় হোঁচট খেতে দেখা যায় তাঁকে।
বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র আট সপ্তাহ আগে ৯/১১ অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়ায় ৬৮ বছর বয়সী হিলারি ক্লিনটনের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ বিতর্কের মাত্র ১৫ দিন আগে হিলারির এই অসুস্থতার ঘটনা ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে সুযোগ তৈরি করে দিল বলে মনে করেন বিশ্লেষকরা।
এর আগে ডোনাল্ড ট্রাম্পের অর্ধেক সমর্থককে ‘ঘৃণাযোগ্য’ বলে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন। এটি নিয়েও হিলারির সমালোচনা হয়েছে।
অসুস্থ হয়ে পড়ার পূর্বে ৯/১১ অনুষ্ঠানে টানা দেড় ঘণ্টা অবস্থান করেন হিলারি ক্লিনটন। এ সময় তিনি ১৫ বছর আগের সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন।