চলে গেলেন চুম্বন ছবির সেই নার্স

১৯৪৫ সাল। মার্কিন নাবিকরা ভিড় করেছিলেন নিউইয়র্কের টাইমস স্কয়ারে। সেখানেই বড় বিলবোর্ডে ঘোষণা করা হলো জাপানের আত্মসমর্পণের খবর, বিশ্বযুদ্ধ শেষ। মার্কিন নাবিক জড়িয়ে ধরলেন এক নার্সকে। তাঁদের চুম্বনের ছবিটিই হলো ভি-জে ডের (জাপানের বিরুদ্ধে বিজয়ের দিন) প্রতীক।
ভি-জে ডের বিখ্যাত ছবিটির নার্স গ্রেটা ফ্রিডম্যান ৯২ বছর বয়সে মারা গেছেন। তাঁর ছেলে জশুয়া ফ্রিডম্যান এই তথ্য জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জশুয়া ফ্রিডম্যান বলেন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচম্যন্ডের একটি বৃদ্ধাশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর মা।
জসুয়া আরো বলেন, তাঁর মায়ের অনেক গল্প ছিল, যার একটি হলো জাপানের বিপক্ষে বিজয়ের পর সেই বিখ্যাত ছবির গল্প।
সিএনএন জানায়, ১৯৪৫ সালে টামইস স্কয়ার বিজয়ের দিনের ছবিটি তোলার সময় গ্রেটা ফ্রিডম্যানের বয়স ছিল ২১ বছর।
২০০৫ মার্কিন সাবেক সেনাদের একটি প্রকল্পের জন্য ওই সময়কার অভিজ্ঞতার কথা বলেছিলেন গ্রেটা ফ্রিডম্যান, তখন দাঁতের ডাক্তারের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। টাইমস স্কয়ারে জাপানের আত্মসমর্পণের ঘোষণার সময় সেখানে ছিলেন ফ্রিডম্যান। ওই সময় হঠাৎ এক নাবিক তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করেন।
গ্রেটা ফ্রিডম্যানের মতে, সেটি চুম্বন ছিল না বরং তা ছিল আনন্দের প্রকাশ। ওই নাবিককে আর যুদ্ধে যেতে হবে না-সেই আনন্দ।
ছবির নাবিকটি ছিলেন জর্জ মেনডোসা। একজন নার্সকে কাছে টেনে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আহতদের সেবা করায় নার্সদের প্রতি তিনি কৃতজ্ঞ ছিলেন।
বিজয়ের ছবিটি তুলেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার আলফ্রেড আইসেনস্টেড। ঘটনার দিনের দুই সপ্তাহ পর ছবিটি লাইফ সাময়িকীতে ছাপা হয়। তবে ছবির দুজনের পরিচয় ১৯৮০ সাল পর্যন্ত অজ্ঞাতই ছিল। পরে গ্রেটা ফ্রিডম্যান ও জর্জ মেনডোসা উভয়েরই পরিচয় জানা যায়।