ট্রাম্প সমর্থকদের নিন্দা করে দুঃখ প্রকাশ হিলারির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অর্ধেক সমর্থকে ‘ঘৃণাযোগ্য’ বলে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় গতকাল শনিবার এক বিবৃতিতে হিলারি ক্লিনটন এ কথা জানান।
সমর্থকদের কাছে দুঃখ প্রকশ করলেও ট্রাম্পের সমালোচনা করেছেন হিলারি। একই সঙ্গে ‘গোঁড়া ও বর্ণবাদী’র (ট্রাম্প) বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
স্থানীয় সময় নিউইয়র্কের এক তহবিল সংগ্রহের আয়োজনে হিলারি ক্লিনটন বলেন, ডোনাল্ড ট্রাম্পে সমর্থকদের অর্ধেকই ‘একদল ঘৃণাযোগ্য’। বর্ণবাদী, যৌনবৈষম্যবাদী এবং ইসলাম ও বিদেশ নিয়ে ভীত বলা যায় তাদের। আর ট্রাম্পের বাকি সমর্থকরা পরিবর্তনের জন্য মরিয়া।
হিলারির মন্তব্যের পর পরই এক টুইটার বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, কঠোর পরিশ্রমী অসাধারণ লাখো মানুষের জন্য এটি অপমানজনক। ট্রাম্প আরো বলেন, তিনি মনে করেন হিলারির জনসমর্থনের ওপর এর প্রভাব পড়বে।
ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী) মাইক পেন্স বলেন, ‘তাঁরা কোনো দলের নন। তাঁরা মার্কিনি এবং আপনার কাছ থেকে সম্মানের দাবিদার।’
রিপাবলিকান জাতীয় কমিটির প্রধান রেইন্স প্রেইবাস বলেন, সাধারণ মানুষ সম্পর্কে হিলারি তাঁর মনোভাবেরই প্রকাশ করেছে। লাখো মার্কিনি রিপাবলিকানদলীয় প্রার্থীকে সমর্থন দিচ্ছে কারণ তারা হিলারি ক্লিনটনের মতো দুর্নীতিবাজ রাজনীতিকদের বিরুদ্ধে।
নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শনিবার সকালের বিবৃতিতে হিলারি ক্লিনটন বলেন, ট্রাম্পের অনেক সমর্থক কঠোর পরিশ্রমী মার্কিনি, যাঁরা মনে করেন দেশের অর্থনীতি ও রাজনীতি সঠিকভাবে চলছে না।
তবে বিবৃতির বড় একটি অংশেই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন হিলারি ক্লিনটন।
এদিকে সমীক্ষায় দেখা গেছে জনসমর্থনের দিক থেকে ডোনাল্ড ট্রাম্প ও হিলারির মধ্যে ব্যবধান কমছে। ওহাইও ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুজনেই লড়ছেন সমান তালে।
বিশ্লেষকদের মতে, ২৬ সেপ্টেম্বর হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যেকার বিতর্কের আর মাত্র বাকি দুই সপ্তাহ। এ জন্য দুই প্রার্থীর মধ্যেই উত্তেজনা বাড়ছে।
আগামী ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন মার্কিনিরা। ওই নির্বাচনেই নির্ধারিত হবে বারাক ওবামার উত্তরসূরী।