হিলারিকে সমর্থন জানালেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ডাস্টিন মসকোভিৎজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তিনি হিলারিকে জেতাতে দুই কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে লেখালেখির মাধ্যম মিডিয়ামে একটি পোস্টে এ ঘোষণা দেন মসকোভিৎজ। স্ত্রী কারি টুনা তাঁর সঙ্গে আছেন।
মসকোভিৎজ লেখেন, ‘ডেমোক্রেটিক দলের ভোটারদের মতো আমরা একটি প্ল্যাটফর্মের সব অংশকে সমর্থন করি না। তবে আমাদের আশা, হিলারি ক্লিনটন জিতলে, আমেরিকা বিশ্বে আরো অগ্রসর হবে।’ তিনি আরো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প জিতলে দেশ পেছনে চলে যাবে, এবং বিশ্ব সম্প্রদায় থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে।’
‘কমপেলড টু অ্যাক্ট’ শিরোনামে লেখায় মার্কিন ধনকুবের বলেন, ‘এই প্রথম আমরা একজন প্রার্থীকে সমর্থন জানাচ্ছি। আমরা আশা করি, এসব চেষ্টার ফলে হিলারি যে রূপরেখা দিয়েছেন তা সামনে এগিয়ে নেবেন এবং রিপালিকান দলের জন্য একটি সংকেত দেবেন যে, ভয় ও বৈরিতার প্রচারণা চালিয়ে এবং এ ধরনের প্রার্থীকে সমর্থন দিয়ে তারা মানুষকে সাড়া দিতে বাধ্য করছে। আর এই নির্বাচনে কেবল আমরাই সক্রিয় ভূমিকা রাখছি না।’
মসকোভিৎজ বলেন, ডোনাল্ড ট্রাম্প হার-জিতের খেলায় মেতেছেন। অন্যদিকে, ডেমোক্র্যাটরা আশাবাদ, বাস্তববাদী, অন্তর্ভুক্তিমূলক এবং পারস্পরিক উপকারের জন্য লড়ছে।