মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৩

মালয়েশিয়ায় ভেজাল ওষুধ বাজারজাত করায় বাংলাদেশিসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাজধানী কুয়ালালামপুরের আম্পাং ব্রিকফিল্ড, ক্লাং ও গোম্বাকসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়।
তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করেনি মালয়েশিয়ার মাদকবিরোধী বিভাগ।
শনিবার অভিযানের সময় ৯ দশমিক ৩ কেজি ক্রিস্টাল মেথ, ৬৩ লিটার তরল সাবু, ১৫ কেজি ওজনের এফেড্রাইন (ফেনসিডিলের মতো) উদ্ধার হয়েছে। আরো উদ্ধার হয়েছে ১৫টি গুলিসহ একটি পিস্তল। এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রা, ব্র্যান্ডের দামি হাতঘড়ি, অলংকার ও আটটি গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত বিষয়গুলোর মূল্য দাঁড়ায় চার কোটি ৭০ লাখ টাকা (২৪ লাখ রিঙ্গিত)।
মালয়েশিয়ার মাদকবিরোধী বিভাগের উপপরিচালক জ্যেষ্ঠ সহকারী কমিশনার কাং চে চিয়াং বলেন, আম্পাংয়ের অভিজাত এলাকায় একটি ল্যাবরেটরি গড়ে উঠেছিল। ওই ল্যাবরেটরির প্রতিবেশীরাও জড়িত আছে মনে করেন তিনি।
ল্যাবরেটরির লাইসেন্স থাকলেও প্রয়োজনীয় জনবল ছাড়াই কোম্পানিটি অদক্ষ বিদেশি শ্রমিক দিয়ে মানহীন ওষুধ তৈরি করে এবং বাজারজাত করে।