সার্কাসের বিয়ে!

উটে চড়ে এলেন কোট পরিহিত বর। সাদা বিয়ের পোশাকে কনে এলেন ঘোড়ায় চড়ে। মাটি থেকে ৩০ ফুট ওপরে দড়ির ওপর গিয়ে বসলেন বর-কনে। দূরে দাঁড়িয়ে বিয়ে পড়ালেন পাদ্রী। গত মঙ্গলবার এই ব্যতিক্রমী বিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে।
বর মুস্তাফা ডানগির এবং কনে আনা লেবেদেভা উভয়ই সার্কাসের কসরত প্রদর্শনকারী। নিজেদের কর্মস্থলে হিউস্টন শহরের এনআরজি স্টেডিয়ামের ‘রেইলিং ব্রোস বারনাম অ্যান্ড বেইশি শো’ নামক সার্কাসেই বিয়ের আয়োজন করেন তাঁরা।
সার্কাস কর্তৃপক্ষ নিজেদের ইউটিউব অ্যাকাউন্টে মুস্তাফা ও আনার বিয়ের একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যায়, শূন্য গ্যালারিতে কিছু মানুষের উপস্থিতিতে সার্কাসে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠানে সার্কাসের দলের সহকর্মীরা অংশ নেন। বর মুস্তাফা বিয়ের দিনও সার্কাসের কসরত প্রদর্শন করেন। পরে দুজন ওঠেন মাটি থেকে ৩০ ফুট ওপরে দড়িতে। সেখানে দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সার্কাসের বিয়ের ভিডিও দেখুন: