যুক্তরাষ্ট্রের আদালতে আসামির গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি আদালত প্রাঙ্গণে আসামির গুলিতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। পরে অন্য নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছে ওই আসামিও। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের দেড়শ কিলোমিটার দূরে মিশিগানের অবকাশযাপন শহর বেরিয়েন কাউন্টির সেন্ট জোসেফ শহরের ওই আদালতে মঙ্গলবার এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ওই বন্দিকে আদালতে নিয়ে যাওয়ার পর তিনি নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে এক নিরাপত্তা কর্মকর্তার পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি ছোড়ে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বেরিয়েন কাউন্টির শেরিফ পল বেইলি।
এদিকে বিবিসি জানিয়েছে, ওই আসামি গুলি ছুড়তে থাকলে আদালতপাড়ায় আতঙ্কের সৃষ্টি হয়। লোকজন বিভিন্ন কক্ষে আশ্রয় নেয়। পরে অবশ্য হামলাকারী আসামি নিহত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাউন্টি শেরিফ পল বেইলি আরো জানান, এ ঘটনায় এক ডেপুটি শেরিফ ও অপর এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। তবে নিহত বন্দির পরিচয় প্রকাশ করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে কী অভিযোগ ছিল, তা জানাননি শেরিফ বেইলি।