দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

দুই রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। রাশিয়ায় এক মার্কিন কূটনীতিকের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। গত মাসে রুশ কূটনীতকদের বহিষ্কারের ঘটনা ঘটলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় সময় গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, রাশিয়ার দুই কূটনীতিককে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে রুশ কূটনীতিকদের নাম উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি গতকাল শুক্রবার বলেন, গত ৬ জুন রাশিয়ার মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এক মার্কিন কূটনীতিক রাশিয়ার এক পুলিশ সদস্যের হামলার শিকার হন। তিনি দাবি করেন, ঘটনাটি ছিল উসকানিমূলক।
রাশিয়া দাবি করেছে, ওই মার্কিন কূটনীতিক যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে কাজ করছিলেন এবং তিনি নিজের পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারভা বলেন, যে রুশ পুলিশ সদস্যের কথা বলা হচ্ছে তিনি মার্কিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জঙ্গি বা আত্মঘাতী বোমা হামলাকারীও হতে পারত।
রাশিয়ার দাবি নাকচ করে জন কিরবি বলেন, মার্কিন কর্মকর্তা নিজের পরিচয় দেওয়ার পরই রুশ পুলিশের হাতে লাঞ্ছিত হন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, রাশিয়ার নিরাপত্তা বাহিনী এবং তদন্ত সংস্থার হাতে মার্কিন গোয়েন্দাদের লাঞ্ছিত হওয়ার হার বেড়েছে। তবে রাশিয়া সব অভিযোগ অস্বীকার করেছে।