তামিলনাড়ুতে জয়ললিতার ঐতিহাসিক জয়

ভারতের তামিলনাড়ু রাজ্যে ঐতিহাসিক জয় পেয়েছেন অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (এআইএডিএমকে) প্রধান জয়রাম জয়ললিতা। গত ৩২ বছরের মধ্যে জয়ললিতাই কোনো মুখ্যমন্ত্রী, যিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণ করছেন।
টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ফল এখনো ঘোষণা করা হয়নি। তবে সর্বশেষ পাওয়া ফল থেকে জানা গেছে, নিশ্চিত জয় পেয়েছেন জয়ললিতা। ২৩৪ আসনের বিধানসভায় ২৩২টির প্রাথমিক ফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফল থেকে জানা যায়, জয়ললিতার এআইএডিএমকে ১৩৬টি আসনে এগিয়ে আছে। এআইডিএমকের নিকটতম প্রতিদ্বন্দ্বী দল করুনানিধির নেতৃত্বাধীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) এগিয়ে আছে ৯৪টি আসনে। বাকি দলগুলো পেয়েছে দুটি আসন।
তবে বেলা ৩টা পর্যন্ত সরকারিভাবে ঘোষিত ফলাফলের মধ্যে এআইএডিএমকে ৩৯ আসনে,ডিএমকে ৩১টি আসনে জয়ী হয়েছে ।
চূড়ান্ত ফল ঘোষণা করা হবে কয়েক ঘণ্টার মধ্যেই। এর আগেই বিজয় উল্লাস শুরু করেছে জয়ললিতার দলের সমর্থকরা।
জয়ললিতার আগে তামিলনাড়ুতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন এমজি রামাচন্দ্রন। এমজিআর হিসেবে পরিচিত এ নেতা মৃত্যুর আগ পর্যন্ত কোনো নির্বাচনে হারেননি।