কেন্টাকিতে স্যান্ডার্সের জয়, চাপে হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন বেশ চাপেই পড়েছেন। মনোনয়ন অনেকটা নিশ্চিত হলেও স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত কেন্টাকি অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন অপর মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স। এর আগে ওয়েস্ট ভার্জিনিয়া ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতেও স্যান্ডার্স জয় পান।
বিবিসি জানায়, কেন্টাকির প্রাইমারির অধিকাংশ ভোটগণনা শেষে দেখা যায়, হিলারির চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়ে স্যান্ডার্স। স্থানীয় সময় মঙ্গলবারই অরেগনের ভোট হওয়ার কথা। এখানেও হিলারির চেয়ে স্যান্ডার্স এগিয়ে যাবেন বলে ধারণা করা হয়। কেন্টাকিতে ডেলিগেট আছে ৬০টি। অন্যদিকে অরেগনে ডেলিগেট সংখ্যা ৭৪।
এখনো স্যান্ডার্সের চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়ে হিলারি ক্লিনটন। মনোনয়নের জন্য প্রয়োজনীয় ৯৪ শতাংশ ডেলিগেটই জোগাড় হয়েছে তাঁর। অঙ্গরাজ্যের হিসাবে ২৪টিতে জয় পেয়েছেন হিলারি, যেখানে স্যান্ডার্স জয় পেয়েছেন ১৯টিতে। সর্বশেষ হিসাব অনুযায়ী, হিলারি ক্লিনটন মোট দুই হাজার ২৯১ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। মনোনয়ন পেতে প্রয়োজনীয় দুই হাজার ৩৮৩ ডেলিগেট হতে তাঁর প্রয়োজন মাত্র ৯২ ডেলিগেট। অন্যদিকে বার্নি স্যান্ডার্সের ডেলিগেট সংখ্যা এক হাজার ৫২৮। মনোনয়ন পেতে তাঁকে আরো ৮৫৫ ডেলিগেটের সমর্থন পেতে হবে।
বিবিসি জানায়, মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়াতে বার্নি স্যান্ডার্সের ওপর চাপ বাড়ছে। তবে এখনো লড়াই চালিয়ে যেতে আগ্রহী তিনি।
মঙ্গলবার অরেগন অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী বাছাই হওয়ার কথা। তবে দলটির মনোনয়ন দৌড়ে একমাত্র টিকে থাকা ব্যক্তি হলেন মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ হিসাব অনুযায়ী ট্রাম্প এক হাজার ১৬০ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। মনোনয়ন পেতে এখনো তাঁকে ৭৭ ডেলিগেট পেতে হবে।