জাল তুলতেই উঠে আসল রহস্যময় ‘দৈত্য মাছ’

প্রতিদিনের মতোই মাছ ধরছিলেন ওই জেলে। যেসব মাছ ধরা পড়ে তা জেলের চেনাজানার মধ্যেই। সম্প্রতি ওই জেলের জালে ধরা পড়ে অদ্ভুত মাছ। একে মাছ বলা যাবে কি না সেটাও কথা। কেননা ওই প্রাণীটার মুখটা কুমিরের মতো আর শরীরটা ডলফিনের মতো।
পূর্ব চীনের জাওশান এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার মেইল অনলাইন জানিয়েছে, চীনা গণমাধ্যমে ছবিসহ সংবাদটি প্রকাশের পর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।
চীনা ওই জেলে জানিয়েছেন, তিনি এমন প্রাণী আগে কখনোই দেখেননি। চীনের প্রকৃতিবিষয়ক এক পত্রিকা জানিয়েছে, প্রাণীটি দেখতে খাঁড়া নাকওয়ালা তিমির মতো। এরা গভীর সমুদ্রে থাকে। গভীরে থাকে বলে এদের সচরাচর দেখা যায় না।
সমুদ্রবিজ্ঞানবিষয়ক গবেষক এবং একটি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ লেকচারার স্টিফেন ডি সিম্পসন মেইল অনলাইনকে বলেন, ‘প্রাণীটি দেখতে খাঁড়া নাক ওয়ালা তিমির মতো। এটি পুরুষ।’
অনলাইনে ছড়িয়ে পড়লে প্রাণীর ছবিটিতে প্রচুর মন্তব্য আসতে থাকে। একজন মন্তব্য করেছেন, ‘আমি জানতে চাই এরপর প্রাণীটির ভাগ্যে কী ঘটেছে? এটা কি চীনা খাবার হয়ে গেছে নাকি আবার গভীর সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে।’
অন্য একজন মন্তব্য করেছেন, ‘হয়তো চীনা শিশুদের পানীয় খেয়ে মাছটি বড় হবে।’