কুমিরকে গিলে খেল কুমির

ধারণা করা হয়, মানুষ বা অন্য কোনো প্রাণী প্রজাতির প্রতি কুমির ভয়ংকর হলেও অন্তত নিজের প্রজাতির প্রতি এরা খেয়াল রাখে। এমন ধারণাও ভুল। কারণ, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যালিগেটর প্রজাতির এক কুমিরকে একই প্রজাতির অপর এক কুমির গিলে খেতে দেখা যায়।
হাফিংটন পোস্ট জানিয়েছে, উল্লিখিত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লেকল্যান্ড অঞ্চলের সংরক্ষিত ‘সার্কেল বি বার’ এলাকায় (এক হাজার ২৬৭ একর জায়গাজুড়ে)। গত সপ্তাহের ওই ঘটনার প্রত্যক্ষদর্শী সেখানে বেড়াতে যাওয়া কিছু মানুষ।
ফ্লোরিডার সংরক্ষিত বনাঞ্চলে বেড়াতে যাওয়া অনেকে কুমিরকে কুমির খাওয়ার ভয়ংকর দৃশ্যটির ভিডিও করেন এবং ইন্টারনেটে ছাড়েন। ভিডিও শেয়ারের ওয়েবসাইট ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো বেশ সাড়া ফেলেছে।
ভিডিও প্রকাশকারীদের একজন অ্যালেক্স ফিগুয়ারোয়া হাফিংটন পোস্টকে বলেন, কুমির গিলে ফেলা বড় কুমিরটি অন্তত ১১ থেকে ১২ ফুট দীর্ঘ ছিল।
অপর এক দর্শনার্থী অ্যান্ড্রু লিলিকোয়েস্ট বলেন, তিনি কুমিরের লড়াইয়ের কথা শুনেছেন। মূলত এমন কোনো লড়াই দেখার জন্যই তিনি ফ্লোরিডার সংরক্ষিত বনাঞ্চলে যান। তবে এমন দৃশ্য দেখেছেন, যা কল্পনাতীত। তিনি বলেন, ‘ঘটনার সময় আমার হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গিয়েছিল।’
তবে সংরক্ষিত বনাঞ্চলের কর্মকর্তাদের কাছে কুমিরকে কুমির গিলে ফেলার ঘটনা মোটেই অবাক করেনি। তাঁরা জানান, মার্চ থেকে জুনের মাঝামাঝি হলো কুমিরের বংশবিস্তারের সময়। এ সময়ে কুমিরের মধ্যে আগ্রাসী মনোভাব দেখে যায়। তাই কুমিরকে কুমির গিলে ফেলা অস্বাভাবিক নয়।
ফ্লোরিডার মৎস্য ও বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তা গ্যারি মোর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্সকে বলেন, বংশবিস্তারের সময় কুমিরে কুমিরে লড়াই স্বাভাবিক ঘটনা। আর এ সময় স্বজাতিকে খেয়ে ফেলার মতো ঘটনাও ঘটে।