ফ্রিজে দুই সন্তানের মরদেহ!

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের একটি বাড়ির ফ্রিজ থেকে দুটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার আদালতের লোকজন উচ্ছেদ আদেশ নিয়ে সেখানে গেলে ১১ বছরের ছেলে ও ১৪ বছরের মেয়েটির মরদেহ উদ্ধার করে।
বিবিসি জানিয়েছে, এ ঘটনায় তাদের মাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম জানায়নি পুলিশ। অন্য দুই সন্তানকে প্রতিবেশীর বাসায় পাওয়া গেছে। ১১ ও ১৭ বছর বয়সী দুজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
শিশু দুটি কীভাবে মারা গেছে, সেটা জানতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। শহরের পুলিশপ্রধান জেমস ক্রেইগ বলেন, ‘ঘটনাটি ভয়ঙ্কর।’
প্রতিবেশী টোরি চাইল্ডস বার্তা সংস্থা এপিকে জানান, শিশু দুটিকে তিনি প্রায় এক বছর ধরে দেখেননি।