উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে উত্তর কোরিয়ার ওপর বর্ধিত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
দূরপাল্লার রকেট উৎক্ষেপণের কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করল।
বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিষেধাজ্ঞা বিলগুলোতে সই করেছেন। এর মাধ্যমে উত্তর কোরিয়ার আর্থিক খাতগুলো বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র, যাতে করে দেশটি ছোট আকারের ক্ষেপণাস্ত্রের জন্য বিস্ফোরক মুখ (ওয়ারহেড) বানাতে না পারে।
বিলটিতে একই সঙ্গে উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা কর্মসূচি এবং রেডিও সম্প্রচার কার্যক্রম চালু করতে পাঁচ কোটি ডলার সাহায্যের অনুমোদন দেওয়া হয়েছে।
সম্প্রতি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়, ‘কক্ষপথে সফলভাবে একটি উপগ্রহ যোগ করতে পেরেছে’ উত্তর কোরিয়া। যদিও যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ বিষয়টিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা হিসেবে দেখেছে।