আড়াই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে আলজাজিরার সম্প্রচার বন্ধ

আগামী এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে বন্ধ হবে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আলজাজিরার সম্প্রচার। গতকাল বৃহস্পতিবার আলজাজিরা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন টাইমস। তবে সংবাদমাধ্যমটির ইন্টারনেট চ্যানেলের সম্প্রচার আগের মতোই থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আলজাজিরা কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে টেলিভিশন বাজারের অবস্থা যাচাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র আড়াই বছর আগে যুক্তরাষ্ট্রে সম্প্রচার শুরু করেছিল আলজাজিরা আমেরিকা। মার্কিন দর্শকের জন্য আলজাজিরার সম্প্রচারকে দুঃসাহসী প্রচেষ্টা বলে মনে করা হয়েছিল।
দেশটিতে প্রভাবশালী খবর চ্যানেল সিএনএন ও ফক্স নিউজের বিকল্প হিসেবে দাঁড় করানোর একটা চেষ্টা ছিল সেটি। শুধু আমেরিকায় সম্প্রচারের জন্য সেখানকার অনেক চেনা মুখ টিভির পর্দায় আনলেও মার্কিন সম্প্রচার ধারার সঙ্গে তাল মেলাতে পারেনি আলজাজিরা। ২০১৫ সালে গড়ে তাদের দর্শক ছিল মোটে ১৯ হাজার।