পাট জটিলতায় বাংলাদেশের সাহায্য চাইল ভারত

বাংলাদেশের সঙ্গে পাট ব্যবসায় যে জটিলতা রয়েছে, তা দূর করার জন্য সহায়তা চেয়েছে ভারত। আজ শনিবার কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের শেষ দিনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে এ সহায়তা চান ভারতের ব্যবসায়ীরা।
ট্যারিফ ও নন ট্যারিফ বাধার কারণে বাণিজ্যিক ক্ষেত্রে যে যে সমস্যা হচ্ছে তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তোফায়েল আহমেদ।
এর আগে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ভারত, বাংলাদেশ ও ভুটানের বৈঠক হয়। এতে আলোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ও তোফায়েল আহমেদ।
তিন দেশের শীর্ষস্থানীয় নেতারা বাণিজ্য বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়। তিন দেশের আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র বাড়ানো, বাণিজ্যে গতি আনাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
আজ ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গেও আলাদা আলাদাভাবে সাক্ষাৎ করেন তোফায়েল আহমেদ। জানা গেছে, এই সাক্ষাতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশ যে আজ বিনিয়োগের আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে এ বিষয়টিও তিনি জানান।
দুদিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদসহ ৪১ জন বিশিষ্ট ব্যবসায়ী।