‘কলেজে আসছ পড়তে, সুন্দরী প্রতিযোগিতার জন্য নয়’

কলেজছাত্রীদের নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন ভারতের কর্ণাটক রাজ্যের গভর্নর বজুভাই বালা। তিনি বলেছেন, কলেজছাত্রীদের ফ্যাশনে মনোনিবেশ না করে পড়াশোনায় বেশি মনোযোগী হওয়া উচিত।
হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার পাঁচ দিনব্যাপী বিজ্ঞান কংগ্রেসের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে কর্ণাটকের গভর্নর এমন মন্তব্য করেন। ওই সময় তিনি ছাত্রছাত্রীদের বিভিন্ন পরামর্শ দেন।
বজুভাই বালা বলেন, ‘তোমরা (ছাত্রী) কলেজ আসছ পড়াশোনা করতে, সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে নয়। কলেজে আসার সময় আইব্রু সাজিয়ে আসার দরকার নেই, চুলের স্টাইল করারও প্রয়োজন নেই।’
ওই বক্তব্যের পর উপস্থিত ছাত্রছাত্রীরা শব্দ করে হাসাহাসি শুরু করে।
বক্তব্যে কর্ণাটকের গভর্নর বলেন, ‘নারী-পুরুষ উভয়ের মধ্যেই ভালো করার চেষ্টা আছে। তবে পুরুষের চেয়ে নারীদের চেষ্টা বেশি।’
ওই সময় ছেলেশিক্ষার্থীদের উদ্দেশে বজুভাই বালা বলেন, ‘এখানে উপস্থিত ছেলেশিক্ষার্থীদের বলতে চাই, তাদের বদভ্যাস ছাড়তে হবে। আর মেয়েদের বলতে চাই, ফ্যাশন ছাড়তে হবে।’