পাঠানকোট হামলার দায় স্বীকার করেছে ‘হাইওয়ে স্কোয়াড’

ভারতের পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে হাইওয়ে স্কোয়াড নামের অচেনা এক জঙ্গিগোষ্ঠী। সোমবার রাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, পাকিস্তানের পৃষ্ঠপোষকতা পাওয়া ইউনাইটেড জিহাদ কাউন্সিলের অঙ্গসংগঠন ‘হাইওয়ে স্কোয়াড’ এই হামলার দায় স্বীকার করেছে।
এই হামলার দায় স্বীকারের দাবি করে হাইওয়ে স্কোয়াডের কাছ থেকে একটি ই-মেইল পাওয়া গেছে বলে জানায় সংবাদমাধ্যমটি। তবে এই সংবাদটি কোনো নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি বলেও সংবাদে উল্লেখ করা হয়।
এদিকে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলার পর ঘাঁটি চত্বরে শুরু হওয়া জঙ্গি অভিযান তৃতীয় দিনে শেষ হয়েছে। আজ সোমবার বিকেল নাগাদ সেনানীদের ক্যান্টিন গুঁড়িয়ে দেওয়ার পর সেখান থেকে পঞ্চম ও ষষ্ঠ জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। এরপর ভারতের সরকারি কর্মকর্তারা অভিযান শেষ করার ঘোষণা দেন।
এনডিটিভির খবরে বলা হয়, প্রথম থেকেই ধারণা ছিল, দুটি দলে ভাগ হয়ে মোট ছয় জঙ্গি বিমানবাহিনীর ঘাঁটিতে ঢোকে। চারজনের মৃত্যুর পর বাকি দুজনের খোঁজ না পাওয়ায় সংশয় বাড়ছিল।
এরপর রোববার সকালে ভারতীয় বাহিনীর অভিযানে ওই ঘাঁটিতে চার জঙ্গি রোববার নিহত হওয়ার পর কোনো কোনো মহল থেকে মনে করা হচ্ছিল অভিযান শেষ হয়েছে। কিন্তু পরে সেখানে আবারও গুলির শব্দ শোনা যায়। তখন ভারতীয় সেনানী, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ও বিমানবাহিনীর কমান্ডো বাহিনী ‘গরুড়’ পাঠানকোট ঘাঁটিতে যৌথ চিরুণি তল্লাশি শুরু করে।
এরপর গতকাল রোববার শেষ রাত থেকে এই জঙ্গিদের নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। শেষ পর্যন্ত আজ সোমবার বিকেলে জানানো হয়, দুই জঙ্গিরই মৃত্যু হয়েছে। এর আগে গোলার সাহায্যে দেশটির সেনাবাহিনীর ব্যবহৃত ক্যান্টিন গুঁড়িয়ে দেওয়া হয়। সেখানে দুই জঙ্গির মৃতদেহ পাওয়ার পর তল্লাশি অভিযান শেষ হয়েছে বলে ঘোষণা করা হয়।