উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ২৮ পর্যটক নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরলি গ্রামে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও পাহাড় ধসে ২৮ সদস্যের একটি পর্যটক দল নিখোঁজ হয়েছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা বুধবার (৬ আগস্ট) এই খবর নিশ্চিত করেছেন। নিখোঁজ ২৮ জনের মধ্যে ২০ জনই কেরালার বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রে বসবাসকারী এক দম্পতির আত্মীয় সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
নিখোঁজ দম্পতির ছেলে জানান, তাদের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল একদিন আগে। তিনি বলেন, তারা বলেছিল সেদিন সকাল ৮টা ৩০ মিনিটে উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সেই পথেই ভূমিধসের ঘটনা ঘটে। এরপর থেকে আমরা তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারছি না।
ওই দম্পতির ছেলে আরও জানান, হরিদ্বারভিত্তিক যে ট্র্যাভেল এজেন্সি ১০ দিনের এই সফরের আয়োজন করেছিল, তারাও দলটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। তিনি আশঙ্কা করছেন, তাদের ফোনের ব্যাটারির চার্জ এখন শেষ হয়ে যেতে পারে। সেই অঞ্চলে কোনো মোবাইল নেটওয়ার্কও নেই।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ভারি বৃষ্টিপাতের পর উত্তরকাশীর ধরলি গ্রামে এই দুর্যোগ ঘটে, যেখানে কমপক্ষে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ধরলির প্রায় অর্ধেক অংশ কাদা, ধ্বংসাবশেষ ও পানির বিশাল ধ্বসের নিচে চাপা পড়ে গেছে। গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রীতে যাওয়ার পথে এই গ্রামটি একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে বেশ কয়েকটি হোটেল ও হোমস্টে আছে।