ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কারোপের প্রতিক্রিয়ায় যা বললো ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। নয়াদিল্লি এই অতিরিক্ত শুল্ককে ‘অন্যায় ও অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছে। ভারত ঘোষণা করেছে, তারা ‘জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে’। খবর এনডিটিভির।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। এটি চীনের শুল্কের চেয়ে ২০ শতাংশ ও পাকিস্তানের শুল্কের চেয়ে ৩১ শতাংশ বেশি। এই নতুন শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে।
শুল্ক আরোপের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, আমাদের আমদানি বাজারের কারণগুলোর ওপর ভিত্তি করে ও ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়েছে। তাই এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব জাতীয় স্বার্থে যে পদক্ষেপ নিচ্ছে তার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে বাধ্য হচ্ছে।
ভারত আরও পুনর্ব্যক্ত করেছে, রাশিয়ান পণ্য আমদানিতে তারা একা নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে উল্লেখ করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশও রাশিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানি করছে। মন্ত্রণালয় বলেছিল, ইউরোপ-রাশিয়া বাণিজ্যের মধ্যে কেবল জ্বালানি নয়, সার, খনিজ পণ্য, রাসায়নিক, লোহা ও ইস্পাত এবং যন্ত্রপাতি ও পরিবহণ সরঞ্জামও অন্তর্ভুক্ত।

ডোনাল্ড ট্রাম্প ভারত সম্পর্কে কঠোর মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন— ভারত, রাশিয়া এক সঙ্গে তাদের মৃত অর্থনীতিকে ধ্বংস করতে পারে।
এর প্রতিক্রিয়ায় ভারত সরকার জানিয়েছে, যেকোনো প্রধান অর্থনীতির মতো ভারত তার জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। এই পরিস্থিতিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।