দিল্লি স্টেশনে বোমাতঙ্ক, গাজিয়াবাদে যাত্রী নামিয়ে তল্লাশি

বোমা হামলার শঙ্কায় নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে দেরিতে ছেড়েছে কয়েকটি ট্রেন। আর উত্তরপ্রদেশের গাজিয়াবাদে শতাব্দী এক্সপ্রেস নামে একটি ট্রেনের যাত্রী নামিয়ে চালানো হয়েছে তল্লাশি।
স্থানীয় সময় রোববার সকালে এসব ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, ভোরে দিল্লি থেকে উত্তরপ্রদেশের বৃহত্তম শহর কানপুরগামী ট্রেনে বোমা হামলার খবর পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর পরই সতর্ক পাহারায় রাখা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। দিল্লি স্টেশনে মোতায়েন করা হয় ডগ স্কোয়াড।
আর দিল্লি থেকে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌগামী শতাব্দী এক্সপ্রেসের সব যাত্রী নামিয়ে দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে কোনো নাশকতার আলামত না পাওয়ায় গন্তব্যে যেতে দেওয়া হয় ট্রেনটিকে।
রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বোমা হামলার শঙ্কায় দুটি ট্রেনে তল্লাশি চালানো হয়েছে। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।