স্বামীর সঙ্গে গল্প করায় বান্ধবীর হাতে নারীর কামড়

তাঁরা দুজন প্রতিবেশী। আবার একে অপরের বান্ধবীও। কিন্তু স্বামীর সঙ্গে প্রতিবেশী বান্ধবী যেন কথা না বলেন সে ব্যাপারে কড়া বারণ ছিল। কিন্তু বারণে কাজ হয়নি। তাই প্রথমে মারামারি, চুলোচুলি। পরে হাতে কামড় বসিয়ে রক্তপাত।
গতকাল রোববার তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার সানকারাঙ্কভিলে গান্ধী নগরে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, কোমাথি (২৭) ও মীনাক্ষী (৩০)প্রতিবেশী। তাঁদের মধ্যে বন্ধুত্বও রয়েছে। কিন্ত কোমাথি তাঁর স্বামী চিন্নাদুরাইয়ের সঙ্গে মীনাক্ষীর কথা বলাটা পছন্দ করতেন না। কিন্তু প্রায়ই তাঁদের দুজনকে কথা বলতে দেখতেন কোমাথি।
পুলিশ জানায়, বেশ কয়েকবার মীনাক্ষীকে নিষেধ করা সত্ত্বেও গতকাল তাঁদের দুজনকে কথা বলতে দেখে কোমাথি নিজেকে আর সামলাতে পারেননি। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে কোমাথি ও মীনাক্ষীর মধ্যে মারামারি শুরু হয়। একসময় মীনাক্ষীর ডান হাতে কামড় বসিয়ে দেন কোমাথি। ব্যথায় মীনাক্ষী যখন চিৎকার করতে থাকেন, তখন প্রতিবেশীরা এসে তাঁদের ঝগড়া থামায় এবং মীনাক্ষীকে সানকারাঙ্কভিলে সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মীনাক্ষীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে।