নির্যাতিত নারীর বিজ্ঞাপন নিয়ে তোলপাড়

বিজ্ঞাপনে সোনালি ও সাদা রঙের আঁটসাঁট পোশাক পরিহিত এক নারীর ছবি নিয়ে দক্ষিণ আফ্রিকায় তুমুল আলোচনা শুরু হয়েছে। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে এক কোটি ৬০ লাখ মানুষ বিজ্ঞাপনটি দেখেছে বলে দাবি করেছে খ্রিস্টান চার্চ ও আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান স্যালভেশন আর্মি।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, দক্ষিণ আফ্রিকায় নারী নির্যাতনের বিরুদ্ধে প্রচারাভিযানের অংশ হিসেবে স্যালভেশন আর্মি গত শুক্রবার স্থানীয় একটি পত্রিকায় এই ছবিটি প্রকাশ করে। বিজ্ঞাপনটিতে দেখা যায়, স্বর্ণকেশী এক নারী মডেল সোনালি ও সাদা রঙের একটি পোশাক পরেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোশাকটির আসল রং নিয়ে তর্ক শুরু হয়। কেউ বলেন এটি সোনালি ও সাদা রঙের, কেউ বলেন সোনালি ও নীল রঙের, কেউ নীল ও কালো রঙের পক্ষে। ছবিটিতে দেখা যায়, ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ণ রয়েছে। ক্যাপশনে লেখা আছে, ‘কালো ও নীল দেখা কেন এত কঠিন? প্রতি ছয়জনে একজন নারী নির্যাতিত হচ্ছে। নারী নির্যাতন বন্ধ করো।’
ছবিটি প্রকাশ হওয়ার এক ঘণ্টার মধ্যে তিন হাজার টুইট হয়েছে। টুইটার ব্যবহারকারীরা ছবিটির পেছনের বার্তা সম্পর্কে নানা ধরনের মন্তব্য করেছেন। স্যালভেশন আর্মির মুখপাত্র ক্যারিন হোমস বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষের আগ্রহই এই সংগঠনকে অনুপ্রাণিত করেছে।