জামিনে মুক্ত হলেন অনুপ চেটিয়া

জামিনে মুক্ত হয়েছেন উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া। আজ বৃহস্পতিবার সকালে আসামের গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, তাঁর বিরুদ্ধে করা চার মামলার সবশেষটিতে বুধবার জামিন মঞ্জুর করেন আদালত। এতে তাঁর মুক্তি পাওয়ার পথ পরিষ্কার হয়। এর আগে অন্য তিন মামলায় জামিন আদেশ পান তিনি।
এর আগে ১৮ বছর বাংলাদেশের কারাগারে বন্দী থাকার পর গত ১১ নভেম্বর অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। এরপর ভারতের আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে চারটি মামলা করে। সব মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি দেওয়া হলো তাঁকে।
আসামের স্বাধীনতার জন্য দুই দশকের বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে ইউনাইটেড লিবারেশন আর্মি অব আসাম (উলফা)। অনুপ চেটিয়া এই সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তাঁর আসল নাম গোপাল বড়ুয়া।