অনুপ চেটিয়াকে মুক্তি দিয়ে আলোচনা করুন: উলফা

ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাথে শান্তি আলোচনা শুরু করেছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে আসাম সরকার ও উলফা প্রতিনিধিদের অংশগ্রহণে শান্তি আলোচনা শুরু হয়।
আলোচনার প্রথম দিনেই সংগঠনটির সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে মুক্তি দিয়ে শান্তি আলোচনায় অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছে উলফা নেতারা।ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি আলোচনায় সভাপতিত্ব করেন বলে জানিয়েছে এনডিটিভি।
উলফার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া। সরকারের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন শান্তি আলোচনার প্রতিনিধি পি সি হালদার, আসাম সরকারের মুখ্য সচিব ভি কে পিপারসেনিয়া, আসামের অতিরিক্ত ডিজিপি পল্লব ভট্টাচার্য, আসাম সীমান্তের অতিরিক্ত ডিজিপি এ কে কাশ্যপ, আসাম সরকারের কমিশনার ও স্বরাষ্ট্র সচিব এল এস চাংসান, সচিব (আইএস) এমএইচএ অশোক প্রসাদ ও যুগ্ম সচিব (উত্তর-পূর্ব) এমএইচএ সত্যেন্দ্র গার্গ।
অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ভারতে আনতে সরকারি প্রচেষ্টার প্রশংসা করে উলফা নেতারা তাকে চলমান শান্তি আলোচনায় অন্তর্ভূক্ত করার অনুরোধ জানান। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব উলফা নেতাদের অনুরোধ পরীক্ষা করতে ভারত সরকারের প্রতিনিধিকে পরামর্শ দেন।
আজ অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং শান্তি আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষ শিগগিরই উপযোগী সময়ে আবারো বৈঠকের ব্যাপারে একমত হয়েছেন।