কলকাতায় বাসের ধাক্কায় বিমান ক্ষতিগ্রস্ত

ভারতের কলকাতা বিমানবন্দরে থেমে থাকা একটি বিমানে ধাক্কা দিয়েছে জেট এয়ারওয়েজের একটি বাস। এতে বিমানটির বেশ কিছু অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ সময় বিমানটিতে কোনো যাত্রী ছিল না।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, হঠাৎ করেই জেট এয়ারওয়েজের রানওয়েতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সেটি এয়ার ইন্ডিয়ার দাঁড়িয়ে থাকা একটি বিমানে গিয়ে ধাক্কা দেয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটির চালক মোমিন আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর ডাক্তারি পরীক্ষাও করে দেখা হবে। এ ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বিমানবন্দরের বে নম্বর ৩২-এ দাঁড়িয়ে আসামের শিলচরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। ঠিক সে সময়ই বাসটি এসে বিমানের বাঁ পাখার কাছে আঘাত করে। আঘাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত আর উড়তে পারছে না বিমানটি। ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে।