পশ্চিমবঙ্গে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গার সুকান্তপল্লী এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোবরডাঙ্গা ফাঁড়ি পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
ওই বাংলাদেশিরা হলেন সুশান্ত দাস (৩৮), শেখ শহীদুল (২৭), ফাতেমা বেগম (১৯) ও রিনা আখতার (১৯)। তাঁদের মধ্যে সুশান্ত ও শহীদুলের বাড়ি বাংলাদেশের কালীগঞ্জের কালিকাপুর এলাকায়। অন্যদিকে ফাতেমা ও রুনার বাড়ি চাঁদপুরে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ওই চারজনকে গোবরডাঙ্গার সুকান্তপল্লী এলাকায় ইতস্তত ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবরডাঙ্গা ফাঁড়ির পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পরে রাতেই তাঁদের হাবড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাবড়া থানা পুলিশ জানিয়েছে, ওই দুই তরুণীকে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার চারজনকেই আজ শনিবার বারাসতের আদালতে নেওয়া হবে।