ভারত-পাকিস্তান বৈঠক, নেই ভারতের পতাকা

প্রায় দেড় বছর বাদে পাকিস্তানে গেলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা। দ্বিপক্ষীয় বৈঠকও হলো দুই দেশের মধ্যে। অথচ সেই বৈঠকে ওঠানো হলো না ভারতের পতাকা। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকে ছিল না ভারতের পতাকা।
আর এই ঘটনাকে ঘিরে পুরো ভারতজুড়ে বইছে সমালোচনার ঝড়। যুব কংগ্রেস তাদের টুইটারে বলেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানি এজেন্ট। আম আদমি পার্টির নেতার বক্তব্য, পাকিস্তান গিয়ে ভারতের মুখে চুনকালি মাখিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে এমন সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুষমা স্বরাজ। অবশ্য আজ শুক্রবার নয়াদিল্লিতে নিজের কার্যালয়ে পতাকার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসলামাবাদে হার্ট অব এশিয়া কনফারেন্সে নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকটি পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠক ছিল না। আর তাই এতে আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম মেনে দুই দেশের পতাকা ব্যবহার করা হয়নি।