স্ত্রীকে কি বলেছ, ভারতই তোমাকে বানিয়েছে?

দিল্লিতে রামানাথ গোয়েংকা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমির খানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের আরেক অভিনেতা অনুপম খের। তিনি আমির খানকে উদ্দেশ করে টুইটারে লিখেছেন, ‘তুমি কি কিরণকে জানিয়েছ, ভারতই তোমায় আমির খান বানিয়েছে?’
সাংবাদিকদের পুরস্কার দেওয়ার ওই অনুষ্ঠান ভারতের সংবাদপত্র দি ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজন করে। সেখানে দেশটিতে সাম্প্রতিক সময়ে ঘটা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহিষ্ণুতা বাড়া প্রসঙ্গে কথা বলেন আমির খান। আমির খান নিজেও আতঙ্কিত বলে জানান। তিনি বলেন, ‘বাসায় যখন কিরণের সঙ্গে কথা বলি, সে জিজ্ঞাসা করে—আমাদের কি ভারত ছেড়ে যাওয়া উচিত?... কিরণ তাঁর সন্তানের জন্য ভয় পাচ্ছে।...সে প্রতিদিন সংবাদপত্র খুলতে ভয় পাচ্ছে। এতেই বোঝা যাচ্ছে, আতঙ্ক থেকে অশান্তি বাড়ছে, নিরাশা বাড়ছে।’
এ মন্তব্যের প্রতিক্রিয়ায় টুইটারে আমির খানকে ট্যাগ করে কিছু প্রশ্ন করেছেন অনুপম খের। তিনি লিখেছেন, ‘তুমি (আমির) কি কিরণের কাছে জানতে চেয়েছ, সে (কিরণ) কোন দেশে যেতে চায়? তুমি কি কিরণকে জানিয়েছ, এই ভারতই তোমায় আমির খান বানিয়েছে।’
অনুপম লিখেছেন, ‘কিরণকে কি তুমি বলেছ, এর থেকেও খারাপ অবস্থা তুমি এই দেশে দেখেছ। কিন্তু তখন তুমি কিংবা তোমার পরিবার এই দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবনি।’
‘অবিশ্বাস্য ভারত কবে তোমার (আমির) কাছে অসহিষ্ণু ভারতে পরিণত হলো? মাত্র সাত-আট মাসে?’
‘ভারত যদি সত্যিকারের অসহিষ্ণু হয়েই যায়, তাহলে শতকোটি ভারতীকে তুমি কী পরামর্শ দেবে—দেশ ছাড়তে? নাকি পরিস্থিতি না পাল্টানো পর্যন্ত অপেক্ষা করতে?’
বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের একই সঙ্গে টুইটারে লেখেন, “আমির টেলিভিশনে ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে আশা বাঁচিয়ে রাখার কথা বলতেন। তাই আমি মনে করি, অসহিষ্ণুতার সময়েও আমিরের উচিত মানুষের আশা জাগিয়ে রাখা, আশঙ্কা ছড়ানো নয়।”