আইএসের বিরুদ্ধে আফগানিস্তানে বিক্ষোভ

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আফগানিস্তানে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই জঙ্গিদের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করে হাজারো জনতা।
এর আগে গতকালও আইএসের হাতে শিয়া মুসলিম সম্প্রদায় ‘হাজারা’র সাত সদস্যকে শিরশ্ছেদের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছিল জনগণ। নিহত ওই হাজারাদের স্মরণে বৃহস্পতিবার আফগানিস্তানে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।
আজ সকাল থেকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শবদেহবাহী খাট ও তাজিয়া বানিয়ে বিক্ষোভ করে হাজারা সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। তাদের সঙ্গে যোগ দেয় পশতুন, তাজিক ও উজবেকসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। আইএসের হত্যাকাণ্ড ঠেকাতে না পারায় তারা সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।
আফগান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মাসখানেক আগে কাবুলের পাশের গজনি এলাকা থেকে হাজারা সম্প্রদায়ভুক্ত সাতজনকে বন্দী করে আইএস জঙ্গিরা। এরপর গত মঙ্গলবার রাতে ওই সাতজনের লাশ মেলে আরঘানাদাব জেলার জাবুলের রাস্তায়। নিহত সাত হাজারার প্রত্যেকের গলা কাটা ছিল। নিহতদের মধ্যে তিনজন নারী, দুই শিশু এবং দুজন পুরুষ ছিল।