বিহারে জেলা প্রশাসক ভবনে নিয়ে দলিত শিশু ধর্ষণ

বিহার রাজ্যে সহকারী জেলা প্রশাসক (এডিএম) কার্যালয় ভবনে নিয়ে এক দলিত শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাজ্যটির রাজধানী পাটনায় এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
শিশুটির ভাই নবীন (ছদ্মনাম) গণমাধ্যমকে জানান, তাঁর বোন গত সোমবার রাত ৮টার দিকে বাজারে দুধ কিনতে যায়। এ সময় তাঁদের পাড়ার বাসিন্দা সনো কুমার ও তার দুই বন্ধু শিশুকে জোর করে তুলে স্থানীয় সহকারী জেলা প্রশাসক ভবনে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
শিশুটি বাড়ি ফিরে এসে ঘটনাটি পরিবারকে জানায়। তখন শিশুটির বাবা সনো কুমারের অভিভাবকদের বিষয়টি জানান। এ সময় সনোর স্বজনরা বাবাকে মারধর করে বলে জানান নবীন।
রাজ্য পুলিশের কর্মকর্তা বিকাশ বৈভব জানান, এ ঘটনায় থানায় প্রাথমিক অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে। মঙ্গলবার শিশুটি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তার আগে শিশুটি ম্যাজিস্টেটের কাছে ঘটনার বিবরণ দিয়েছে।
পুলিশ ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে পুলিশের কর্মকর্তা জানান, এটি গণধর্ষণের ঘটনা নয়।
এদিকে একই দিন পাটনা থেকে দেড়শ কিলোমিটার দূরের আলমগঞ্জ এলাকায় বাজার থেকে ক্যাম্পে ফেরার পথে এক নারী পুলিশ সদস্যকে দুর্বৃত্তরা হেনস্থার চেষ্টা করে। ওই নারী পুলিশ সদস্য তাদের প্রতিহত করতে গেলে দুর্বৃত্তরা তাঁর ওপর পাল্টা-আঘাত চালায় বলে জানায় পুলিশ।