পশ্চিমবঙ্গের নদীতে ডুবেছে বাংলাদেশি জাহাজ

ভারতের পশ্চিমবঙ্গের ইছামতি নদীতে ডুবে গেছে বাংলাদেশের একটি মালবাহী জাহাজ বা বার্জ। গতকাল মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাটে এম ভি আফনান রাফি নামে বার্জটি ডুবে যায়।
গতকাল দুপুরে সুন্দরবনের দিক থেকে পাথর নিয়ে বসিরহাটে আসছিল জাহাজটি। বসিরহাট মহকুমার ইছামতি নদীতে বাংলাদেশের জলসীমানা ধরে জাহাজটি আসার সময় চরে আটকে এম ভি আফনান রাফির পাটাতন ভেঙে যায়। বসিরহাটের জালালপুরের কাছে বাংলাদেশ জলসীমানায় ঘটে এই দুর্ঘটনা। রাত থেকে জাহাজটি ক্রমশ ডুবতে থাকে।
সে সময় জাহাজে থাকা ছয় বাংলাদেশি নাবিক ডিঙিনৌকায় করে বাংলাদেশে চলে যান।
স্থানীয় হাসনাবাদ থানার পুলিশ কর্মকর্তা গোপাল সরকার জানান, জাহাজটি বাংলাদেশের জলসীমানায় ডুবেছে। তবে এই ঘটনার ওপর লক্ষ রাখা হচ্ছে।
আজ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পানিতে নিমজ্জিত হওয়া জাহাজটি জোয়ারের সময় প্রায় পুরোটাই পানির নিচে তলিয়ে যাচ্ছে। আর ভাটার সময় সেটা কিছুটা জেগে থাকছে।
হাসনাবাদ থানা বলছে, ইছামতি নদীর গভীরতা না জানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পানির নিচে জেগে থাকা চরে আটকে জাহাজের পাটাতন ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা।