শাহরুখকে তোপ দেগে পিছু হটল শিবসেনা

বলিউড অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে তোপ দেগেও শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে পিছু হটল ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনা। ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে শাহরুখ প্রতিবাদ জানিয়েছিলেন। এই কারণেই ভারতের শাসক দল বিজেপি এবং তার সহযোগী অন্যান্য কট্টর হিন্দুত্ববাদী দলগুলো শাহরুখের বিরুদ্ধে আদাজল খেয়ে আক্রমণ শুরু করে।
তবে শেষ পর্যন্ত দেশজুড়ে চাপের মুখে পিছু হটার সিদ্ধান্ত নেয় তারা। গতকাল বুধবার শাহরুখের সমর্থনে এগিয়ে এসে শিবসেনার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, মুসলিম বলে শাহরুখকে আক্রমণ করাটা ঠিক নয়।
শিবসেনার এই বোধোদয়ে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে দেশজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে যেভাবে মানুষ জোটবদ্ধ হচ্ছেন তাতে মানুষের মতিগতি বুঝে চলতে না পারলে অবস্থা যে সমীচীন হয়ে যেতে পারে সেটা বুঝেই হয়তো শিবসেনার পক্ষ থেকে উলটপুরানের পন্থা নেওয়া হল।
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, ভারতের মানুষ অত্যন্ত সহনশীল। এ দেশের মুসলিম সম্প্রদায়ও অত্যন্ত সহনশীল। শুধু মুসলিম বলে শাহরুখকে টার্গেট করা অনুচিত।
গত মঙ্গলবার বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এবং বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধবী প্রাচী শাহরুখ খানকে পাকিস্তানি এজেন্ট বলে কটাক্ষ করেন। কৈলাশ বিজয়বর্গীয় বলেন, শাহরুখ ভারতে বসবাস করলেও তাঁর মন পড়ে রয়েছে পাকিস্তানে। সাধবী প্রাচী শাহরুখকে পাকিস্তানের এজেন্ট বলেও মন্তব্য করেন। বুধবার এই আক্রমণে শামিল হয়ে বিজেপির সাংসদ যোগী আদিত্যনাথ কিং খানকে পাকিস্তানের জঙ্গি নেতা হাফিজ সাঈদের সঙ্গে তুলনা করেন।
এরপরই দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। পরিস্থিতি বেগতিক বুঝে বুধবারেই ময়দানে নামে শিবসেনা। শিবসেনার তরফে মুখপাত্র সঞ্জয় রাউত জানান, অসহিষ্ণুতা ভারতের অভ্যন্তরীণ ইস্যু। এই প্রসঙ্গে পাকিস্তানকে টেনে নিয়ে আসার কোনো মানে হয় না। সেই সঙ্গে তিনি কিং খানের পাশে দাঁড়িয়ে বলেন, শাহরুখ একজন সুপারস্টার। তিনি অত্যন্ত সহিষ্ণু। আর ভারত একটি সহিষ্ণু দেশ। সুতরাং অভিনেতাকে আক্রমণ করা মোটেই ঠিক কাজ নয়।