ভারতে আর যাবেন না গুলাম আলী

ভারতের মাটিতে সব জলসা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানি গজল গায়ক গুলাম আলী। তিনি জানিয়েছেন, আপাতত ভারতে আর কোনো জলসাতে অংশগ্রহণ করবেন না তিনি। তিনি জানিয়েছেন, যেভাবে তাঁর জলসা নিয়ে ভারতে রাজনীতি করা হচ্ছে তাতে তিনি যথেষ্ট হতাশ ও ব্যথিত।
ভারত ও পাকিস্তানের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভারতে কোনো অনুষ্ঠান করবেন না বলে জানিয়েছেন প্রখ্যাত এ গজল শিল্পী।
আগামী ৮ নভেম্বর দিল্লিতে জলসা করার কথা ছিল এই শিল্পীর। গত মাসে ভারতের মুম্বাইতে প্রয়াত গজল শিল্পী জগজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকীতে গুলাম আলীর অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু তিনি পাকিস্তানি গায়ক হওয়ায় শিবসেনা হুমকি দিয়ে সেই অনুষ্ঠান বাতিল করে দেয়।
এরপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গুলাম আলীকে আগামী ৮ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠান করার আমন্ত্রন জানান। শুধু দিল্লিতে নয় শিবসেনার ওই ঘটনার পর কলকাতায় জলসা করার জন্য গুলাম আলীকে আমন্ত্রণ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেজরিওয়ালের আমন্ত্রণে আগামী ৮ নভেম্বর দিল্লিতে জলসা করার কথা ছিল গজল শিল্পী গুলাম আলীর। পাশাপাশি ২৫ নভেম্বরও লক্ষ্ণৌতেও একটি জলসা করার কথা ছিল তাঁর। কিন্তু ভারতে বেড়ে চলা নানা অসহিষ্ণুতার ঘটনা এবং পাকিস্তান-ভারত সম্পর্কের অবনতিতে দুটি জলসাই বাতিল করার সিদ্ধান্ত নেন গুলাম আলী। তিনি জানিয়েছেন, যেভাবে তাঁর জলসা নিয়ে ভারতে রাজনীতি করা হচ্ছে তাতে তিনি যথেষ্ট হতাশ ও ব্যথিত।
গুলাম আলী জানিয়েছেন, ভারতের মাটিতে তাঁর জলসা ভেস্তে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী দল। যা তিনি মানসিকভাবে সহ্য করতে পারছেন না। তাই তিনি আপাতত আর ভারতে এসে কোনো রকম অনুষ্ঠান করতে চান না।